-->

নাম্বার সেভ না করে ইমুতে কল করুন।

 


বিশ্বে অনলাইনে তথ্য আদান-প্রদান করার জনপ্রিয় মাধ্যেম হচ্ছে ইমো। ইমোর মাধ্যমে আমরা মেসেজে চেটিং করতে পারি, বিভিন্ন ছবি এবং ভিডিও পাঠাতে পারি, অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের এটি হচ্ছে জনপ্রিয় একটি মাধ্যেম।

আমরা যদি আমাদের ইমু থেকে অন্য কারো ইমুতে মেসেজে চ্যাটিং বা কল করতে চাই তাহলে তার ইমো নাম্বারটি আমাদের মোবাইলের ফোনবুকে সেভ করতে হয়। তবে নাম্বার সেভ না করে কিভাবে অন্য কারো ইমুতে মেসেজে চেটিং বা কল করা যা তার উপায় আছে।

কিভাবে নাম্বার সেভ না করে অন্য কারো ইমুতে মেসেজে চ্যাটিং বা কল করবেন তা নিম্নে বর্ণনা উল্লেখ করা হলো:

                                     চিত্র ১

চিত্র ১ অনুসারে আপনারা আপনাদের মোবাইলের ইমো অ্যাপস এ প্রবেশ করবেন।

চিত্র ২

চিত্র ২ অনুসারে তিরচিহ্ন মার্ক করা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

চিত্র ৩

চিত্র ৩অনুসারে তে তিরচিহ্ন new contact অপশনে ক্লিক করুন।

চিত্র ৪

চিত্র ৪ অনুসারে তীর চিহ্নিত ফোন নাম্বারের জায়গা ইমু ফোন নাম্বারটা দেন 0 বাদে নাম্বার বসাবেন। তারপর add বাটনে ক্লিক করুন। তাহলে নিচে দেয়া চিত্র অনুসারে তার ইমুতে প্রবেশ করবেন।


আশা করি আমার দেওয়া বর্ণনা অনুসারে আপনারা সমাধানটি পেয়েছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন।








🏠 Home