সকল সিমের নাম্বার চেক করার প্রয়োজনীয় কোড
বিভিন্ন কারণে সিমের নাম্বার জানার প্রয়োজন হয়। যেমন আপনার সিমের নাম্বারটা একজন কে দিবেন কিন্তু সিমের নাম্বারটা আপনার জানা নেই এক্ষেত্রে সিমের নাম্বার জানার প্রয়োজন হয়। সিমে টাকা রিচার্জ করবেন কিন্তু সিমের নাম্বারটা আপনার জানা নেই এক্ষেত্রে সিমের নাম্বার জানার প্রয়োজন হয়।
সকল সিমের নাম্বার জানার প্রয়োজনীয় কোড:
গ্রামীন সিমের নাম্বার দেখতে ডায়াল করতে হবে *2#
এয়ারটেল সিমের নাম্বার দেখতে করতে ডায়াল করতে হবে *2#
রবি সিমের নাম্বার দেখতে করতে ডায়াল করতে হবে *2#
বাংলালিংক সিমের নাম্বার দেখতে ডায়াল করতে হবে *511# অথবা *666#
টেলিটক সিমের নাম্বার দেখতে ডায়াল করতে হবে *551#
সকল সিমের ব্যালেন্স চেক করার প্রয়োজনীয় কোড
বিভিন্ন কারণে সিমের ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়। যেমন আপনার মোবাইলে কত টাকা রিচার্জ করলেন। কথা বলার পর মোবাইলে কত টাকা ব্যালেন্স আছে। সিমের ব্যালেন্সের মেয়াদ কত দিন তা জানা যায়।
সকল সিমের ব্যালেন্স চেক করার প্রয়োজনীয় কোড:
গ্রামীন সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *566#
বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124#
রবি সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *222#
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *1# অথবা *778#
টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *152#
সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার প্রয়োজনীয় কোড
আমরা সকলেই বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। ইন্টারনেট চালানোর জন্য বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে থাকি যেমন: গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ইত্যাদি। ইন্টারনেট ব্যবহার করার পর ব্যালেন্সে কত জিবি কত এমবি থাকলো তা আমাদের জানা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কয়েকটি কোডের মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারি যেমন-
গ্রামীন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *566*10#
বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *5000*500#
রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3#
এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3#
টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *152#
সকল সিমের প্রয়োজনীয় কোড সমূহ:
সিম | মোবাইল ব্যালেন্স | ইন্টারনেট ব্যালেন্স | সিম নাম্বার |
---|---|---|---|
গ্রামীণ | *566# | *566*10# | *2# |
বাংলালিংক | *124# | *5000*500# | *511# অথবা *666# |
রবি | *222# | *3# | *2# |
এয়ারটেল | *1# অথবা *778# | *3# | *2# |
টেলিটক | *152# | *152# | *551# |